নিজস্ব প্রতিবেদক: স্থলবন্দর বেনাপোলে কর্মরত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকরা এই প্রথম সর্বোচ্চ মুজুরী পেলো। বর্তমান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় তারা এ সর্বোচ্চ মজুরি এবং তাদের বেনাপোল সিটি ব্যাংকের শাখার গচ্ছিত সঞ্চয় এর টাকাও ফিরে পেয়েছে।
(বুধবার ১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল স্থলবন্দর মিলনাতনে বিশেষ আলোচনা সভার মধ্যে দিয়ে ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সকল শ্রমিকদের এ মজুরি প্রদান করেন। এরপর এক সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন,আমি যতদিন আছি আপনাদের কোন সমস্যা নেই,সকল সময় আপনাদের পাশেই আমি থাকবো এবং আপনাদের পরিশ্রমের টাকা আমাদের কোন নেতৃবৃন্দ নিবেনা।
তিনি আরও বলেন,আমাদের খুলনা বিভাগের জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি সব সময় আমাদের খোঁজখবর নেন এবং যাতে করে এই বন্দরে বেশি বেশি কাজ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল পৌর যুবদলের সদস্য-সচিব রায়হানুজ্জামান দিপু,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি মোঃ আসাদুল,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান,মোঃ তবিবুর রহমান তবি,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :