সহকারী অধ্যাপক মো: শাহ্জাহান কবীরের অবসর গ্রহণ


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ /
সহকারী অধ্যাপক মো: শাহ্জাহান কবীরের অবসর গ্রহণ

হাফিজুর রহমান হাফিজ, বাঁকড়া ।। যশোরের ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রী কলেজের বর্ষীয়ান রসায়ন বিদ সহকারী অধ্যপক মোঃ শাহ্জাহান কবীর দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন।

এ উপলক্ষে রবিবার (১৯ অক্টোম্বর ) কলেজের হল রুমে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম রুহুল কুদ্দুস।

এসময় বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষকের সহধর্মিণী পারভীনা আক্তার, উপাধ্যক্ষ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহীম হোসেন, হিতৈষী সদস্য আব্দুস সালাম, সহকারী অধ্যাপক (অবঃ) মোজাম্মেল হক, এম কবীর, এসএম আমিরুল ইসলাম, গৌতম কুমার, রবিউল ইসলাম, আইয়ুব হোসেন,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ডা. বাপ্পি, রিভা,অর্পনা বিশ্বাস, সুরভী সোহানা,আঁখি প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সকলেই ভালোবাসা ও শ্রদ্ধায় স্যারকে বিদায় জানান। রসায়ন শিক্ষক হিসেবে স্যার ছিলেন অসামান্য। কঠিন রসায়নকে সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মনে রসায়নের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পেরেছেন তিনি।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন স্যারের কোমল হৃদয়, সদা হাস্যোজ্জ্বল মুখ, সহানুভূতিপূর্ণ আচরণ এবং কর্তব্যনিষ্ঠা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন শুধুমাত্র শিক্ষক নন, আমাদের কাছে একজন প্রকৃত অভিভাবকের মতো।

বিদায়ী বক্তব্যে মোঃ শাহ্জাহান কবীর বলেন আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের ভালোবাসা দিতে, তাদের সঠিক পথে চলতে শেখাতে ও স্বপ্ন দেখাতে। আজ এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী চোখের জল ধরে রাখতে পারেননি। সবশেষে সবার মুখেই একটাই কথা স্যার আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়।