স্টাফ রিপোর্টারঃ সাড়ে তিন বছর পর উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয়ে আত্মীয়-স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন স্ত্রী হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নানা ও খালা বাড়ি মাগুরার শ্রীপুরে আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে তাকে ফুল দিয়ে বরণ করে নেন আত্মীয়-স্বজনরা। স্বজনদের কাছে পেয়ে বাবুল আক্তার জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।
এরপর অর্ধশতাধিক মোটরসাইকেলের বহরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি গ্রামের খালা বাড়ি গেলে খালা সূর্য বেগম ও আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে ফুলের মালা পড়িয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন।
বাবুল আক্তার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর সন্ধ্যায় পরিবারসহ ঢাকার উদ্দেশে রওনা দেন।
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বদনপুর গ্রামে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ফেনী ও চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন তিনি। আদালতে কয়েক দফা জামিনের আবেদন করা হলেও তা না মঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
গত বছরের ২৭ নভেম্বর তার আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্র্বতীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন বহাল রাখেন। এরপর তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :