সাদিপুর সীমান্ত থেকে ভারতে যাওয়ার সময় ৫নারী-পুরুষ আটক


Shohel Rana প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ /
সাদিপুর সীমান্ত থেকে ভারতে যাওয়ার সময় ৫নারী-পুরুষ আটক

মোঃ ওমর সিয়ামঃ পাসপোর্ট ভিসা ছাড়া বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশী নাগরিক ৫জনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার সন্ধ্যার দিকে সাদিপুর সীমান্তবর্তী আবু হাসান এর আম বাগান থেকে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান,২১ অক্টোবর সাড়ে ৫ টার দিকে সীমান্ত মেইন পিলার ১৯/ ১এস হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে ভিতর ভারতের যাওয়ার জন্য ৫ জন বাংলাদেশী অপেক্ষা করছে। এমন সংবাদে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলো রঞ্জন বাড়ৈই(৩৮), পিতাঃ নকুল বাড়ৈই,কনিকা বাড়ৈই (২৮), পিতাঃ গৌরাগং, রিতিকা বাড়ৈই (১৪), পিতাঃ রঞ্জন,রাজু বাড়ৈই (১২), পিতাঃ রঞ্জন বাড়ৈই ও রিপা বাড়ৈই (১২), পিতাঃ রঞ্জন বাড়ৈই। এরা সকলেই একই পরিবারের উভয়ের ঠিকানাঃ গ্রামঃ বিসারকান্দি, পোস্টঃ বিসারকান্দি, থানাঃ বানাইপাড়া জেলাঃ বরিশাল। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।