সারাদিনপর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরু হলো


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ /
সারাদিনপর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরু হলো

– ছবি : সংগৃহীত

সারাদিন পর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা শুরু করেছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে রাত ৮টার দিকে কাজে যোগ দেন তারা। এর আগে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা। সেখানে তিনি হামলাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং কর্মস্থল নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বৈঠক থেকে বেরিয়ে সন্ধ্যা ৬টার দিকে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসকদের দাবি-দাওয়া যত দ্রুত সম্ভব পূরণ করা হবে।

এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জমান বলেন, তাঁরা জরুরি সেবাসহ কিছু সেবা এখনই চালু করবেন।

আন্দোলনকারী চিকিৎসকেরা বলেছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। এরপর বিষয়টি নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলতে থাকে। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা কাজে যোগ দেন।

এর আগে আজ বেলা ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসাকেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দেন চিকিৎসকেরা। তারা এই কর্মসূচিকে বলছেন ‘কমপ্লিট শাটডাউন’।