সারাদেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ /
সারাদেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

দেশে আবারো ভূমিকম্প অনুভূত – প্রতীকী ছবি

দেশে আবার ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল; কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ৩.৬ মাত্রার এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

এর আগে, কক্সবাজার জেলার টেকনাফ শহরে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।

ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে পারেনি। তবে ধারণা করছে, এটি অগভীর। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।

এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে তীব্র।নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে কমপক্ষে ১০ জন নিহত হন। আহত হন কয়েক শ’ মানুষ।