

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ফরমেশন মিটিংয়ে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সেনা সদরে সেনাবাহিনীর ফরমেশন মিটিং হওয়ার কথা রয়েছে। এতে সকল জিওসি ও স্বাধীন ব্রিগেড কমান্ডাররা উপস্থিত থাকবেন। একই সাথে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বেসেনাবাহিনী আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাতদিন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার দফতরের সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর উদ্দেশ্যে নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
একই সাথে সেনা কর্মকর্তাদের বক্তব্যও শুনবেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ফরমেশন মিটিং হলো একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক ও কৌশলগত সভা। যেখানে নির্দিষ্ট পদাতিক ডিভিশন বা ব্রিগেডের কমান্ডার ও কর্মকর্তারা ইউনিটের নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং গোয়েন্দা তথ্য পর্যালোচনা করবেন।
আপনার মতামত লিখুন :