হামাসের সাইবার হামলা-আল জাজিরা
এই পরিস্থিতি ড্রোন প্রযুক্তি ব্যবহারে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। গাজায় ইসরাইলি সেনাবাহিনী ব্যবহৃত চীনা কোয়াডকপ্টার ড্রোনে সাইবার হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরাইলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে। এতে নিরাপত্তা সঙ্কটে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং আল জাজিরা মুবাশ্বের এই তথ্য নিশ্চিত করেছে।
হামাস কর্তৃক প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, তারা এসব ড্রোনের মাধ্যমে ইসরাইলি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে।
ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে যে এই চীনা ড্রোনগুলোর নিরাপত্তা দুর্বল হলেও সস্তা ও সহজলভ্য হওয়ায় এগুলোর ব্যবহার এখনো বন্ধ করা হয়নি। মেমোরি কার্ড সরিয়ে ফেলার মতো কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হলেও তা যথেষ্ট নয়। কারণ হামাস ড্রোনের সাথে সংযোগ স্থাপন করে সরাসরি তথ্য সংগ্রহ করছে।
ইসরাইলি এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ড্রোনগুলো হামাসের গোয়েন্দা বাহিনীতে পরিণত হয়েছে।’ উচ্চপদস্থ কর্মকর্তারাও একে সামরিক শ্রেষ্ঠত্বের ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছেন।
চ্যানেল ১২ আরো জানিয়েছে, হামাস শুধু ড্রোন নিয়ন্ত্রণই নয়, বরং অপারেটরের অবস্থান শনাক্ত করতেও সক্ষম, যা সামরিক ঝুঁকি আরো বাড়াচ্ছে। ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে হামাস শত শত ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তারা ইসরাইলি ড্রোন হ্যাক করে নানা সামরিক তথ্য সংগ্রহ করছে।
এই পরিস্থিতি ড্রোন প্রযুক্তি ব্যবহারে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
সূত্র : আল জাজিরা মুবাশ্বির
আপনার মতামত লিখুন :