১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত বেনাপোল পৌর বাস টার্মিনালিটি কোন কাজে আসছে না


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ /
১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত বেনাপোল পৌর বাস টার্মিনালিটি কোন কাজে আসছে না

নাজমুল ইসলামঃ বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলকে যানজট মুক্ত করার লক্ষ্যে নির্মিত পৌর বাস টার্মিনালটি কোন কাজে আসছে না। বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা যানজট মুক্ত রাখতে টার্মিনালটি নির্মাণ করেছিল বেনাপোল পৌরসভা। কিন্তু পরিবহন মালিক ও শ্রমিক সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থের কারণে বেনাপোল বাসি বিলাসবহুল পৌর বাস টার্মিনালের সুফল ভোগ করতে পারছে না।

ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো পন্য খালি করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক ও যাত্রী পরিবহন বাসের চাপে বেনাপোল নো ম্যানস ল্যান্ড থেকে প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট লেগেই থাকে।

বেনাপলের যানজট নিরসনের লক্ষ্যে আট বছর আগে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন টার্মিনালটি ২০১৭ সালে উদ্বোধন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী । কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত টার্মিনালটি ব্যবহৃত হয়নি। মালিক-শ্রমিকরা তাদের পরিবহন গুলো আগের মতোই নো-ম্যান্সল্যান্ডের কাছাকাছি চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত নিয়ে যাচ্ছে।

আওয়ামীলীগ সরকারের পতনের পর বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলামের নির্দেশনায় তিনি ২০২৪ সালের ৭ই নভেম্বর টার্মিনালটি নতুন করে চালু করেন। কিন্তু মাত্র এক সপ্তাহের ভেতর আবারো বন্ধ হয়ে যায় টার্মিনালটি ।

পরিবহন মালিক-শ্রমিকরা টার্মিনালে গাড়ি না ঢুকিয়ে আগের মতো বেনাপোল নোম্যান্সল্যান্ড ও চেকপোস্ট এলাকায় নিয়ে যান পরিবহন গুলো। এলাকাবাসি কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, পৌর বাস টার্মিনালটি চেকপোস্ট থেকে অনেক দুরে হওয়া ও বাস মালিকদের সদিচ্ছার অভাবে টার্মিনালটি সচল হচ্ছে না ।

সি এন্ড এফ ব্যবসায়ী ইমদাদুল হক ইমদা বলেন, জনগণের ১৬ কোটি টাকা খরচ করে বেনাপোল পৌর বাস টার্মিনাল নির্মিত হওয়ার পরে ২ বার উদ্বোধন করা হলেও অচল হয়ে আছে পৌর বাস টার্মিনাল টি। খুব দ্রুত বাস টার্মিনালটি চালু করে বেনাপোল যানজট মুক্ত করার জোর দাবি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষের প্রতি।

বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)এর সাধারণ সম্পাদক মো: শহীদ আলী বলেন, বেনাপলের যানজট দীর্ঘদিনের সমস্যা। পৌর বাস টার্মিনাল নির্মাণের পরে বেনাপোল বাসি সেই সমস্যা থেকে মুক্তির স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস মালিকদের বিরোধিতার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। অবিলম্বে টার্মিনালটি চালু করে বেনাপোল যানজট মুক্ত করার আহবান জানান।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান বলেন, ‘গত ৭ নভেম্বর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বাসটার্মিনালটি চালু করেছি। সেখানে নামাজের স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, আনসারদের থাকার ব্যবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তা সত্ত্বেও বাসমালিকরা এই টার্মিনাল ব্যবহার না করে নো-ম্যান্সল্যান্ডের কাছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালিত টার্মিনালে বাস নিয়ে যাচ্ছেন। অথচ ওই টার্মিনালটি শুধু আন্তঃদেশীয় বাস প্রবেশের জন্য নির্ধারিত।’

তিনি আরো বলেন, পরিবহন মালিকদের বড় বড় শহরের মতো শাটল বাস বা মাইক্রো দিয়ে টার্মিনাল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যাত্রী আনা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাস মালিকরা সেই প্রস্তাব গ্রহণ না করে ধর্মঘট করেন। তারপর থেকে টার্মিনালটি অচল হয়ে আছে।

বেনাপোলের পৌর প্রশাসক ডা. কাজী নাজিব হাসান জানান, ভারতীয় খালি ট্রাক পার্কিংয়ের জন্য নতুন করে ৫২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ঐ পার্কিং চালু হলে যানজট অনেকটা কমে আসবে। তাছাড়া অদূর ভবিষ্যতে পৌর টার্মিনাল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা সম্ভব হলে যানজট কমে আসবে।