নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পৃথক অভিযানে বিদেশী মদ এবং ভারতীয় ফেন্সিডিল, কম্বল, শাড়ী, থ্রিপিছ, চাদর, মোবাইল, তৈরী পোশাক, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ০২ জন বাংলাদেশী নাগরিক(পুরুষ) আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, শনিবার (২১ ডিসেম্বর) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় (সাতাশ লক্ষ ছেষট্টি হাজার আটশত) টাকা মূল্যের বিদেশী মদ এবং ভারতীয় ফেন্সিডিল, কম্বল, শাড়ী, থ্রিপিচ, চাদর, মোবাইল, তৈরী পোশাক, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ০২ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।
আটকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন নাম
চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তরকাট্রলী গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ আরমান হোসেন সজিব (২৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসূলপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে জামাল হোসেন সালমান (২২)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস এবং মাদকদ্রব্য যথাযথ নিময়ানুযায়ী ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :